জুড়ীতে জনতার হাতে আটক প্রতারককে পুলিশে সোর্পদ
আল আমিন আহমদ॥ জুড়ীতে এক প্রতারককে আটক করে জনতা পুলিশে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে ৬ ফেব্রুয়ারি রবিবার রাতে। জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত আক্কেল আলীর পুত্র ইয়াকুব আলী মালু দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন রকমের প্রতারনা, ইয়াবা, গাঁজা ও বাংলা মদ সেবনসহ নানারকম অপকর্ম করে আসছে। ইতিপূর্বে পাশর্^বর্তী কুলাউড়া উপজেলার জয়চন্ডিতে অনুরূপ প্রতরণা করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হলে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য ফয়জুল ইসলাম কালা তাকে জিম্মায় নিয়ে আসেন। তাকে অনেক বুঝানোর পরও সে সুধরাতে পারেনি। সূত্র জানায় দিনদিন সে বেপরোয়া হয়ে উঠেছে। এমন কোন অপরাধ নেই যা সে করেনা। পশ্চিম ভবানীপুর ৭নং ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম জানান, এলাকাবাসী মালুর অত্যাচারে অতিষ্ট। সে অনেক সময় মদ্যপ হয়ে প্রকাশ্য মাতলামী করে বেড়ায়। জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা জানান ইয়াকুব আলী মালুর বিষয়ে বিভিন্ন লোকজনের নিকট থেকে ব্যবসার কথা বলে টাকা এনে আর ফেরৎ না দিলে একাধিক অভিযোগ এসেছে আমার কাছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান আসামী ইয়াকুব আলী মালুকে ৭ ফেব্রুয়ারি সোমবার ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন