জুড়ীতে টিলা কেটে ঘর নির্মাণ, ৫০ হাজার টাকা জরিমানা

December 21, 2022,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের উত্তর কুচাইতল এলাকায়  টিলা কাটার দায়ে সুরুজ আলী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ২০ ডিসেম্বর বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এ জরিমানা করা হয়।

জুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী এই অভিযান চালান। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর কুচাইতল এলাকার বাসিন্দা সুরুজ আলী তিন-চার দিন ধরে নিজের মালিকানাধীন একটি টিলার মাটি শ্রমিকদের দিয়ে কাটাচ্ছিলেন। বসতঘর নির্মাণের জন্য স্থানটি সমান করতে টিলাটি কাটা হচ্ছিল।

খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় জুড়ী থানার পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিল। অভিযানে টিলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে জুড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বলা হয়েছে, চা-বাগান, পাহাড় বা টিলার ক্ষতি হতে পারে এমন স্থানে মাটি কাটা নিষিদ্ধ। এ আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করে তা আদায় করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে আর টিলা কাটবে না বলে মালিকপক্ষ লিখিত মুচলেকাও দিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com