জুড়ীতে ট্রাক ও চা শ্রমিকের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত, পরে সড়ক অবরোধ

January 28, 2023,

হারিস মোহাম্মদ॥ জুড়ী উপজেলার সাগরনাল চা বাগানে ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন এবং চা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ২৬ জানুয়ারি রাতে।

এ ঘটনার জের ধরে শুক্রবার ২৭ জানুয়ারি জুড়ী ফুলতলা সড়কের সাগরনাল চৌমোহনা ও কলাবাড়ি বাজারে টানা ৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে  ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন। পরে পুলিশ, স্থানীয় চেয়াারম্যান ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

জানা যায়, ঘটনা দিন সাগরনাল চা বাগানের সাপ্তাহিক বাজার ছিল। বাজার শেষে মালামাল নিয়ে জুড়ীতে ফিরছিল একটি ট্রাক। এসময় ট্রাকের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে বাগানের মার্কেটে ধাক্কা দিলে দুইটি দোকানের বেশ কিছু অংশ ভেঙে যায় এবং একটি সেলুনের পাকা দেয়ালে ফাটল ধরে।

এছাড়াও পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এই সময় বাগানের শ্রমিকরা গাড়িটি আটক করলে চালক এবং শ্রমিকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। উভয় পক্ষের সংঘর্ষের সময় সাইমন মিয়া (২৮), ইসলাম উদ্দিন (২৬) নামে দুজন চা শ্রমিক ও রাব্বি মিয়া (৩০) নামে ট্রাক চালক আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। আটক ট্রাকটি সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com