জুড়ীতে দু-দিন ব্যাপী ৬শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

April 21, 2022,

আল আমিন আহমদ॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছয় ইউনিয়নের ৬শত পরিবারের মাঝে দু-দিন ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন, সংযুক্ত আরব আমিরাত-এর পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২০ এপ্রিল বুধবার সকাল ১১টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর এবতেদায়ী মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলার নয়াবাজার ষোলপনি ঈদগাহের খতিব মাওলানা সায়েম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবি এম. রাজু আহমেদ, সাংবাদিক আল আমিন আহমদ, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সভাপতি আনোয়ার হোসাইন, সাবেক সভাপতি নাজিম উদ্দিন মানিক, সিনিয়র সভাপতি হাবিবুর রহমান, জুনিয়র সভাপতি নোমান আহমদ। সংযুক্ত আরব আমিরাত থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জুবের আহমদ, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মানিক আহমদ। উদ্বোধন শেষে পশ্চিম জুড়ী ইউনিয়ন, জায়ফরনগর ইউনিয়ন, সাগরনাল ইউনিয়ন ও ফুলতলা ইউনিয়নে ৪শত জন কে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
দ্বিতীয় দিন ২১ এপ্রিল বৃহস্পতিবার পূর্বজুড়ী ইউনিয়ন ও গোয়ালবাড়ী ইউনিয়নে ২শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নয়াবাজার ষোলপনি ঈদগাহের খতিব মাওলানা সায়েম উদ্দিন, পূর্বজুড়ী ইউনিয়ন চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান চুনু, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক আল আমিন আহমদ। এদিকে গোয়ালবাড়ী ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন গোয়ালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান কাইয়ুম আহমেদ, আল-ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আশরাফুজ্জামান রিসাদ।
শেষ দিনের খাদ্য সামগ্রী বিতরণে সংযুক্ত আরব আমিরাত থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জুবের আহমদ, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মানিক আহমদ ভার্চয়ালি বক্তব্য রাখেন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.এ.ই প্রধান পৃষ্ঠপোষক আহমদ আলী, প্রধান উপদেষ্টা আব্দুর জব্বার এলাইছ । এতে উপজেলার ৬ টি ইউনিয়নের ৬ শত মানুষের হাতে চাল, ডাল, পিয়াজ, তেল,আঠা, চিনি,ময়দা পৌছে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com