জুড়ীতে নিবন্ধনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

May 29, 2022,

স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলার ফুলতলায় অবৈধভাবে গড়ে উঠা ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছেন।

রোববার ২৯ মে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ।

শনিবার দুপুরে উপজেলার  ফুলতলা বাজারের হেলথ কেয়ার ডায়াগনস্টিক  সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ। এসময় জুড়ী থানা পুলিশের একটি দল অভিযানে  সহায়তা করে।

অভিযানে লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রদানকারী উপজেলার ফুলতলা বাজারের হেলথ কেয়ার ডায়াগনস্টিক  সেন্টারকে বন্ধ করে সিলগালা করে দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ বাস্তবায়নে নিবন্ধনহীন এ ডায়াগনস্টিক সেন্টারটিকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ বলেন, জুড়ীতে একটি  ডায়াগনস্টিক সেন্টার বন্ধের বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজ তাকে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com