জুড়ীতে নিরাপদ দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খামারীদের প্রশিক্ষণ

March 14, 2022,

আল আমিন আহমদ॥ জুড়ী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চার দিনব্যাপী খামারীদের প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে।
১৩ মার্চ রোববার উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগের আয়োজনে নিরাপদ দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বোধনী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে খামারিদের প্রশিক্ষক প্রদান করেন, জুড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসিন আহমদ চৌধুরী।
এসময় প্রশিক্ষনে উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন কর্মকর্তা নাজমুল হুদা, ভেটেরিনারি সার্জন ডা. মৃদুল কান্তি দে। খামারিদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন খামারি হাবিবুর রহমান আসকর, সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, বাদল আহমদ প্রমুখ। প্রশিক্ষন শেষে ৩০জন খামারিকে সনদপত্র প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com