জুড়ীতে নিরাপদ সড়ক দিবস উদযাপন

October 22, 2022,

হারিস মোহাম্মদ॥ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জুড়ী উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২২ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও নিসচা জুড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভুমি) রতন কুমার অধিকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারন অফিসার নাজমুল কায়সার, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিসচা উপদেষ্টা সিতাংশু শেখর দাস, নিরোদ বিহারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিসচা পৃষ্ঠপোষক মৃনাল কান্তি দাস ও তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের শিক্ষক ও নিসচা পৃষ্ঠপোষক বরুণ চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন নিসচা জুড়ী উপজেলা শাখার সহ-সভাপতি প্রভাষক লিটন রন্জন দত্ত, সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সমাজ সেবা ও ক্রীড়া সম্পাদক ইন্জিনিয়ার ফখরুল আবেদিন রুবেল, নিসচা জুড়ী উপজেলা শাখার কার্যকরী সদস্য জসিম উদ্দিন, নুরুল ইসলাম নাহিদ, ইন্জিনিয়ার জাকির হোসেন শান্ত, ইউনুস আলী মজুমদার, কাদির খান প্রমুখ। সার্বিক সহযোগিতা করেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ রোভার স্কাউট ও জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com