জুড়ীতে পরিবেশ মন্ত্রীর চেক বিতরণ

April 25, 2023,

আল আমিন আহমদ॥ সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন সম্ভব, আগামী নির্বাচনে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা আনতে হলে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান, যারা ঢাকায় বিভিন্ন মার্কেটে আগুন দিচ্ছে খুঁজে বের করে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারকে উৎখাত করতে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে একসাথে কাজ কে যেতে হবে।

জুড়ীতে  মন্ত্রীর ঐচ্ছিত্য তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন আহমদ এমপি।

মঙ্গলবার ২৫ এপ্রিল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রন্জন চন্দ্র দে এর সভাপতিত্বে এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের( ভারপ্রাপ্ত) সভাপতি মাসুক মিয়া, ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর নুর মাস্টার, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পশ্চিম জুড়ী পরিষদের চেয়ারম্যান মোঃ আনফর আলী, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম শেলু, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির,সাধারন সম্পাদক মইনুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোঃ তাজুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আফজাল হোসেন চিকন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।

মন্ত্রীর ঐচ্ছিক তহবিল ৬৬ জনকে ৪ হাজার টাকা করে ২ লক্ষ ৬৪ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে একজন কৃষকের মধ্যে হারভেস্টার মেশিন প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com