জুড়ীতে পাচার কালে সাতটি চা পালিশ গাছ জব্দ

September 18, 2022,

হারিস মোহাম্মদ॥ জুড়ীতে পাচার কালে সাতটি চা পালিশ গাছ জব্দ করা হয়েছে। জানাযায়, উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের উত্তর কুচাইথল নতুন পুঞ্জি এলাকার সরকারি ভূমি থেকে একটি চক্র মূল্যবান গাছ কর্তন করে পাচার করে আসছিল। রোববার ১৮ সেপ্টেম্বর সংবাদ পেয়ে জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী ও বন বিভাগের কর্মকর্তারা সেখানে দ্রুত ছুটে যান। তাঁদেও উপস্থিতি টের পেয়ে গাছ পাচার কারীরা পালিয়ে যায়।
পরে সাতটি চা পালিশ গাছ জব্দ করে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের জিম্মায় দেয়া হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, জব্দ কৃত গাছগুলো তাঁর জিম্মায় রয়েছে। সরকারি বিধি মোতাবেক সেগুলো নিলামে বিক্রয় করা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বলেন, সরকারি ভূমিতে রোপনকৃত ৭টি চা পালিশ গাছ দুষ্কৃতকারীরা কেটে ফেলে। সংবাদ পেয়ে বন বিভাগের লোকজনকে সাথে নিয়ে সাতটি গাছ জব্দ করা হয়। গাছগুলো নিলামে বিক্রয় করার প্রক্রিয়া চলছে। জড়িতদের সনাক্ত করে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com