জুড়ীতে পৌষ সংক্রান্তি উপলক্ষে এবারও মাছের বিশাল হাট

January 15, 2022,

জুড়ী প্রতিনিধি॥ পৌষ সংক্রান্তি উপলক্ষে জুড়ীতে এবারও মাছের বিশাল হাট বসেছে। জুড়ী শিশু পার্ক ও নিউ মার্কেট প্রাঙ্গণে এ হাট বসে।
বৃহস্পতিবার ১৩ জানুয়ারি পেশাদার মৎস্য ব্যবসায়ীরা বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ বিক্রির জন্য হাটে নিয়ে আসেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাটে ক্রেতাদের পাশাপাশি দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অসংখ্য দর্শক ভিডিও করা, ছবি ও সেল্ফি তুলায় মত্ত ছিলেন। সেল্ফিবাজদের উৎপাতে ক্রেতা-বিক্রেতাদের হিমশিম খেতে দেখা যায়।
হাটে বাঘ মাছ, বোয়াল মাছ, বাউস মাছ, আইড় মাছ, রুই মাছ, চিতল মাছ, কাতলা মাছসহ বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ ওঠে। এর মধ্যে মধ্যম সারির মাছ তুলনামূলক বেশি বিক্রি হয়। হাটে ৫ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত একটি মাছের দাম চাওয়া হয়। মাছ বিক্রেতারা বলেন- এসব মাছ বিভিন্ন বিল, নদী ও ফিসারীর। বিক্রিও ভালো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com