জুড়ীতে প্রতিদিন ৬-৮ ঘন্টা লোডশেডিং

July 5, 2022,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিক্রয় ও বিতরণ বিভাগ, কুলাউড়ার নির্বাহী প্রকৌশলী উসমান গণি বলেছেন, ‘দেশে গ্যাসের চরম সংকট থাকায় বিদ্যুৎ উৎপাদন কয়েকদিন থেকে কম হচ্ছে।
যে কারণে সারাদেশে প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা লোডশেডিং করার সিদ্ধান্ত হয়। গ্যাস সংকট সমাধান না হওয়া পর্যন্ত লোডশেডিং অব্যাহত থাকবে।
গত চার দিন যাবত মৌলভীবাজারের জুড়ীর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর প্রায় ১২ হাজার গ্রাহককে প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।
এদিকে প্রচন্ড গরম অন্যদিকে বিদ্যুৎ না থাকায় জনজীবন অতীষ্ট হয়ে ওঠেছে। বিদ্যুৎ না থাকায় স্থানীয় চাল কল গুলোতে ধান ভাঙ্গানো যাচ্ছেনা বিধায় বাজারে চালের দামের ওপর প্রভাব পড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ, কুলাউড়ার নির্বাহী প্রকৌশলী উসমান গণি উপরোক্ত কথা গুলোৎ বলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com