জুড়ীতে প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
আল আমিন আহমদ॥ মৌলভীবাজার জেলার জুড়ীতে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ জুন দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।
একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার অফিসার ইনচার্জ ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ,সাগরনাল ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা আং নুর,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মাসুক মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজী তাজুল ইসলাম, পুর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ূম, নয়াবাজার আহমদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ লিয়াকত আলী খান,ফুলতলা সাগরনাল শাহনিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন,জায়ফরনগর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু,ইসলামিক ফাউন্ডেশন জুড়ী উপজেলার সুপারভাইজার মাওঃ হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, সকালের সময় জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমূখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি দপ্তরের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ইউপি সদস্যবৃন্দ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্ভাবনী পল্রী সন্ঞ্চয় ব্যাংক, সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ন প্রকল্প, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ডিজিটাল বাংলাদেশ, বিনিয়োগ বিকাশ,শিক্ষা সহায়তা,নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ এ গুলো বাস্তবায়নের জন্য গ্রুপভিত্তিক সমস্যা ও সমাধানের চিত্র তুলে ধরে বিশদ আলোচনা হয়। বক্তরা মাট পর্যায়ে এই ১০ টি প্রকল্প বাস্তবায়নে স্হানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ কে জবাবহিহিতার আওতায় আনার উদ্যোগ গ্রহণের সুপারিশ করেন।
মন্তব্য করুন