জুড়ীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে ভঙ্গ

May 22, 2022,

স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের অনুষ্ঠান ভেঙ্গে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী। এসময় বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হবার পূর্বে বিয়ে দিবেননা মর্মে কনের বাবার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ মে শুক্রবার সকালে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামের দশম শ্রেণীর এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছিল বেশ ঘটা করে। বিয়ে উপলক্ষে সকাল থেকে কনের বাড়িতে ধুমধামে চলছিল বিভিন্ন অনুষ্ঠান। এর মধ্যে গোপন সংবাদ পেয়ে বিয়ে বাড়িতে  উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী। এসময় তিনি কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়েটি ভেঙে দেন। বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কনের বাবাকে ১০ হাজার  টাকা জরিমানা এবং কনের বয়স ১৮ বছর পূর্ণ হবার পূর্বে বিয়ে দিবেননা মর্মে মুচলেকা নেন।

এ ব্যাপারে সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, বাল্যবিবাহ চলছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে উপস্থিত হয়ে কনের জন্মনিবন্ধন চাওয়া হয়। সেটা যাচাই-বাছাই করে জানা যায় কনের বিয়ের প্রকৃত বয়স হয়নি। পরে কনের বাবাকে জরিমানা করে মুচলেকা নিয়ে বিয়েটি ভেঙে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com