জুড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত
হারিস মোহাম্মদ॥ জুড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ফেব্রুয়ারি দুপুরে জুড়ী রেলওয়ে স্টেশন এলাকায় জুড়ী উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো,শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা,জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দে।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, হাবিবুর রহমান ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমান, খামার মালিকদের সংগঠন উপজেলা পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি হারিস মোহাম্মদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী বলেন, বাংলাদেশ ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কিন্তু দুধ উৎপাদনে আমরা এখনো পিছিয়ে আছি। যেসব এলাকায় দুধ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নেই সেখানে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হবে। খামারিরা যাতে প্রক্রিয়াজাত কেন্দ্রের মাধ্যমে দুধের ন্যায্য মূল্য পান।
তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মুরগি এবং গবাদি পশুর খাদ্যের দাম বেড়েছে। শুধু বাংলাদেশ ৯টি বিশ্বের সব দেশে জিনিসপত্রের দাম বেড়েছে। করোনাকালীন সময়ে ডেইরি ও পোল্ট্রি খামারীদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রায় ৮০০ কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে। এক ইঞ্চি মাটিও খালি রাখা যাবে না। পণ্য আমদানির উপর নির্ভরতা কমিয়ে আনতে হলে আমাদেরকে ক্ষেতে খামারে উৎপাদন বাড়াতে হবে।
মন্ত্রী খামারিদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রাণিসম্পদ দপ্তরকে নির্দেশ দেন। প্রদর্শনীতে ৩৫টি স্টলে খামারিরা গরু, মহিষ, ছাগল ও গৃহপালিত প্রাণী নিয়ে আসেন। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ খামারিদের পুরস্কৃত করা হয়।
মন্তব্য করুন