জুড়ীতে বনবিভাগের অভিযানে অবৈধ করাতকল জব্দ

October 12, 2022,

হারিস আহাম্মদ॥ জুড়ীতে বনবিভাগের অভিযানে অবৈধ করাতকল জব্দ করা হয়েছে। মঙ্গলবার ১১ অক্টোবর উপজেলার জাঙ্গীরাই গ্রামে স্থাপন করা করাতকলটির অনুমতি ও লাইসেন্স না থাকায় জব্দ করা হয়েছে।
জানা যায়, ওই গ্রামের মৃত জারু মিয়ার পুত্র সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম কোন ধরনের অনুমতি ও লাইসেন্স না নিয়েই একটি করাত কল স্থাপন করেন। এ অবৈধ করাত কলের খবর পেয়ে বন বিভাগ অভিযান চালিয়ে করাতকলটি জব্দ করে নিয়ে যান।
করাতকলের মালিক খুরশেদ আলম মুঠোফোনে করাতকলটি জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
জুড়ী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, এই করাতকলটির অনুমোদনের জন্য মালিকপক্ষ বন বিভাগের কাছে লিখিত আবেদন করে। কিন্তু বন আইনে বনের দশ কিলোমিটারের মধ্যে কোন করাত কল স্থাপনের বিধান না থাকায় এটির অনুমোদন দেওয়া হয়নি। অনুমোদন ও লাইসেন্স না পেলেও এখানে অবৈধভাবে করাত কলটি স্থাপন করায় আমরা এটি জব্দ করে নিয়ে এসেছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com