জুড়ীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন
আল আমিনন আহমদ॥ বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) পর পক্ষ থেকে পাঠানো ত্রাণ সামগ্রী নিয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম)। বুধবার ২৯ জুন দুপুরে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে তিনি বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোআহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এবিএম মুজাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। পরে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) বড়লেখা উপজেলায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
মন্তব্য করুন