জুড়ীতে বিজ্ঞান মেলা ও জাতীয় অলিম্পিয়াড অনুষ্ঠিত

November 23, 2022,

হারিস মোহাম্মদ॥ জুড়ী উপজেলায় ৪৪তম বিজ্ঞান মেলা ও  জাতীয় অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার ২৩ নভেম্বর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচাজ (ওসি) মোশাররফ হোসেন, নির্বাচন অফিসার মো: হাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মনসুর আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো: হিরন মিয়া, মাধ্যমিক একাডেমির সুপারভাইজার মোহাম্মদ আলাউদ্দিন, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আরমান আলী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ গণমাধ্যমের সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com