জুড়ীতে বিজয় দিবসে সমৃদ্ধ দেশ গড়ার শপথ

December 16, 2021,

জুড়ী প্রতিনিধি॥ সমৃদ্ধ দেশ গড়ার শপথের মধ্য দিয়ে জুড়ীতে মহান বিজয়ের ৫০ বছর ও মুজিব বর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী পালন করে।
সূর্যোদয়ের সাথে সাথে জুড়ী শিশু পার্কে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা ও স্বাধীনতাযুদ্ধে বীর শহিদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮টায় জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
এরপর পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউট, গার্লস গাইড, কাবস, শিশু কিশোর সংগঠন এবং স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে। পরে মহিলাদের অংশগ্রহণে ক্রীড়ানুষ্ঠান এবং উপজেলা প্রশাসন ও সুধী একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করা হয়।
সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।
বাদ জোহর বিভিন্ন মসজিদে দোয়া ও সুবিধাজনক সময়ে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা অনুষ্টিত হয়। বেলা ২টায় কলেজ মাঠে অনুষ্টিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিকাল পৌনে ৫ঘটিকায় বিজয়ের সুবর্ণজয়ন্তি ও মুজিব বর্ষ উপলক্ষে “শপথ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শপথ পাঠ অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এর পূর্বে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সকল সরকারি ভবন সমূহে আলোকসজ্জা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com