জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চশমাপরা হনুমান শাবকের মৃত্যু
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনের পাশে একটি চশমাপরা হনুমানের মৃত শাবক পাওয়া গেছে।
১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরের দিকে লাঠিটিলা বনের কাছে দিলখোশ চা–বাগান এলাকার রাস্তার পাশে স্থানীয় লোকজন এটি দেখতে পান। বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, হনুমানের শাবকটি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে স্থানীয় বাসিন্দারা লাঠিটিলা বনের কাছে দিলখোশ চা-বাগান এলাকার রাস্তার পাশে চশমাপরা হনুমানের বাচ্চাটিকে মৃত পড়ে থাকতে দেখে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে বন বিভাগের জুড়ী রেঞ্জের লাঠিটিলা বিটের লোকজন ঘটনাস্থলে ছুটে যান।
লাঠিটিলার বিট কর্মকর্তা মো. সালাউদ্দিন বেলা তিনটার দিকে মুঠোফোনে বলেন, লাঠিটিলা চশমাপরা হনুমানসহ বন্য প্রাণীদের আবাসস্থল। মৃত হনুমানটিরও আবাসস্থল বনেই হতে পারে। তবে হনুমানটি প্রাপ্তবয়স্ক নয়। খাবারের সন্ধানে লোকালয়ে আসতে পারে।
বিট কর্মকর্তা আরও বলেন, প্রাণীটির শরীরে ক্ষত দেখা গেছে। বনের ভেতর দিয়ে বিদ্যুতের লাইন টাঙানো আছে। বিদ্যুতের লাইনে জড়িয়ে এটির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাণীটির শরীরে পোকা ধরে গিয়েছিল। দু-তিন দিন আগে দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্গন্ধ ছড়ানোর কারণে এলাকাবাসী আজই সেটি মাটিচাপা দেন।
মন্তব্য করুন