জুড়ীতে ভারতের ত্রিপুরা জেলা পুলিশের নির্মিত মাদক বিরোধী শর্ট ফিল্ম প্রদর্শন
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে ভারতের উত্তর ত্রিপুরা জেলা পুলিশের উদ্যোগে নির্মিত মাদক বিরোধী শর্ট ফিল্ম প্রদর্শন এবং মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৮ আগস্ট জুড়ী প্রেসক্লাবের আয়োজনে শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে দিনব্যাপী এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভারতের উত্তর ত্রিপুরা জেলা পুলিশের উদ্যোগে নির্মিত মাদক বিরোধী শর্ট ফিল্মটি দিনব্যাপী শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পৃথক তিনটি ভ্যানুতে প্রদর্শন করা হয়। সকালে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রদর্শন করা। এতে দশম শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নেয়। দুপুরে স্কুল ভবনের ২য় তলায় প্রদর্শন করা হয়। এতে নবম শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নেয়। সর্বশেষ বিকেলে কলেজ ভবনের ৪র্থ তলায় প্রদর্শন করা হয়। এতে কলেজ শাখার শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- ভারতের উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ড. কিরণ কুমার (আই.পি.এস), মহকুমা পুলিশ আধিকারিক শ্রী অবিনাশ রাই (আই.পি.এস), কাঞ্চনপুর মহকুমা থানার ওসি শ্রী কৃষ্ণধন সরকার।
জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় অনুষ্ঠিত মাদক বিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তাজুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অসিত দেবনাথ, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি হারিস মোহাম্মদ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, সাংবাদিক হাবিবুর রহমান, শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজি প্রভাষক মোঃ কামরুল ইসলাম, যুক্তিবিদ্যা প্রভাষক সাইদা ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী শিক্ষক সামিউল ইসলাম নিয়ন, প্রদিপ কুলাম দাস, শিবানী দে, সাংবাদিক খোরশেদ আলম, আদনান চৌধুরী, মাহমুদ হাসান প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- পুজা রানী নাথ, জান্নাতুল ফেরদৌস নুহি, অনামিকা বুনার্জী ও ঐশি রানী নাথ।
মন্তব্য করুন