জুড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা
আল আমিন আহমদ॥ জুড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action Plan) প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৫ জুন দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার অফিসার ইনচার্জ ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি দপ্তরের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ইউপি সদস্যবৃন্দ, বিজিবির সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের পরিদর্শক অমর কুমার সেন, সহকারী প্রসিকিউটর সোয়েবুর রহমান, কনস্টেবল আমির হোসেন, আল মামুন, প্রিয়া সরকার, লিটন চন্দ্র দাস, অপারেটর জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের কে শুধু বক্তব্যে মাদকমুক্ত সমাজ চাই বললে হবে না।বাস্তবে মাদককে না করতে হবে। মাঠ পর্যায়ে প্রচার প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে।মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে। সন্তানের প্রতি পারিবারিক দায়িত্ব বৃদ্ধি করতে হবে। শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্হা গড়ে তুলতে হবে। নিজেকে আগে মাদকের ছোয়া থেকে মুক্ত থাকার শপথ নিতে হবে।
মন্তব্য করুন