জুড়ীতে মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন

February 20, 2023,

হারিস মোহাম্মদ॥ মৌলভীবাজার জেলার জুড়ীতে দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। রোববার  ১৯ ফেব্রুয়ারি জুড়ী মিডিয়া সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

জুড়ী প্রেসক্লাবের সভাপতি ও মানবজমিনের প্রতিনিধি তানজীর আহমেদ রাসেলের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জুড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন।

জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জুড়ী মিডিয়া সেন্টারের পরিচালক সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের সঞ্চলনায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইরুল আলম, হাসান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও জুড়ী আধুনিক হাসপাতালের পরিচালক মোঃ জুয়েল রানা, জুড়ী ল্যাব এইড ডিজিটাল ডায়াগনিষ্টক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ আল-আমিন তালুকদার।

দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী মিডিয়া সেন্টারের পরিচালক ও মাইটিভি জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি হারিস মোহাম্মদ, ইউপি সদস্য ফয়জুল ইসলাম কালা, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সাংবাদিক জায়েদুল ইসলাম জায়েদ, জাকির হোসেন, ফাহাদ আহমেদ, যুবলীগ নেতা ফারুক মিয়া, ছাত্রলীগ নেতা আল আমিন প্রমুখ।

এ সময় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মানবজমিনের সাংবাদিক তানজীর আহমেদ রাসেল ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার, মৌলভীবাজর মু. ইমাদ উদ দীন।

সভায় বক্তারা বলেন, দৈনিক মানবজমিন পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে পাঠকপ্রিয়তা পেয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com