জুড়ীতে মানব সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বেলাগাঁও যুব ও সমাজ কল্যাণ পরিষদ
আল আমিন আহমদ॥ সেবামূলক সংগঠন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও যুব ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা হারিস মোহাম্মদের সভাপতিত্বে ও উপদেষ্টা, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলীর উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপদেষ্টা সিরাজুল ইসলাম, বদরুল ইসলাম, আব্দুল আহাদ, খোরশেদ আলম, আসুক আহমদ। বেলাগাঁও যুব ও সমাজ কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হাসান জমির, সাধারণ সম্পাদক হেলাল খান প্রমুখ। সভায় সংগঠনের অর্থায়নে দরিদ্র একটি পরিবারকে সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ব্যয় আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়। তাৎক্ষনিক একটি তহবিল গঠন করা হয়। তহবিলে উপস্থিত সকলেই আর্থিক অনুদান প্রদানের অঙ্গিকার করেন। আগামী ঈদুল ফিতরের পরেই মহতী কার্যক্রমটি শুরু হবে। পরিষদের উদ্যোগে ইতিমধ্যে বেলাগাঁও গ্রামের আম্বিয়া বেওয়া ও মৃত রজব আলীর স্ত্রী হামিদা বেগমকে দু’টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। এছাড়াও প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে কবর স্থানের গেইট, দেয়াল নির্মাণ ও এলাকার রাস্তা ঘাট সংস্কার, দরিদ্র শিক্ষার্থীদের অর্থ প্রদান, অসুস্থ রোগীদের চিকিৎসা, ব্লার্ড গ্রুপিং সেবাসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এসবের সিংহভাগই হয়েছে বেলাগাঁও যুব ও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মানিক মিয়া ও সাধারণ সম্পাদকসহ প্রবাসে অবস্থানরত সদস্যদের পাঠানো অর্থে। মানব সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় এলাকায় প্রশংসা কুড়িঁয়েছে সংগঠনটি।
মন্তব্য করুন