জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস পালিত
হারিস মোহাম্মদ॥ জুড়ীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার ২১ শে ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশন( ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ, একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী,উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন প্রমুখ। পরে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এর আগে একুশের প্রথম প্রহরে শহিদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী, ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মোশাররাফ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, উপজেলা বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন সামজিক সংগঠন শহিদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন।
মন্তব্য করুন