জুড়ীতে শত বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত
হারিস মোহাম্মদ॥ পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে জুড়ী উপজেলার নিউ মার্কেট ও শিশু পার্কে ২ দিনব্যাপী মৎস্য মেলা অনুষ্ঠিত হয়েছে। তবে শুক্রবার ১৩ জানুয়ারি মেলা জমে না উঠলেও শনিবার দুপুর থেকেই মৎস্য মেলা পুরোদমে জমে উঠেছিল।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত বছরের ঐতিহ্যবাহী এ মলায় হাকালুকি হাওরসহ দূরদূরান্ত থেকে মৎস্যজীবিরা ছোট, বড়, মাজারি সাইজের বোয়াল, চিতল, রই, কাতলাসহ বিভিন্ন ধরণের মাছ নিয়ে মৎস্য মেলায় হাজির হতে দেখা গেছে। মেলায় ক্রেতারা মাছের দাম ৩০ হাজার থেকে অর্ধলক্ষাধিক টাকা চাইলেও সর্বোচ্চ বড় সাইজের মাছ ১৫ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বলে খবর পাওয়ার গেছে।
মৎস্য মেলায় ক্রেতার চেয়ে বেশী ছিল দর্শনার্থী। উঠতি বয়সী অনেকেই ছবি, সেলফি ও টিকটক নিয়ে ব্যস্ত ছিল। মেলাতে মাছ কিনতে আসা জাকির আহমদ আব্দুস সালাম,মামুনুর রশিদসহ অনেকেই জানান, মেলায় মাছ ক্রেতার যে বেশী লোক এসেছে দেখতে। তবে এবার অন্যান্য বছরের তুলনায় মৎস্য মেলা জমে উঠেছিল। জুড়ী নিউ মার্কেট মৎস্য মেলায় বাবার সাথে মাছ দেখতে আসা স্কুল শিক্ষার্থী নাঈমু ইসলাম (১৩) জানায়, অনেক মাছ দেখেছি। এর আগে এতবড় মাছ দেখিনি। মাছ দেখে ভালা লাগছে।
মন্তব্য করুন