জুড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ১৪ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় জুড়ী শিশুপার্কস্থ কেন্দ্রিয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী, বীরমুক্তিযোদ্ধা সুকুমার দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল কায়ছার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাছুম রেজা, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিবুর রহমান, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইমরুল ইসলাম, আব্দুল মনাফ, জুড়ী থানার ওসি তদন্ত আবুল কালাম, উপজেলা যুবলীগ সম্পাদক শেখরুল ইসলাম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ফয়জুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে মুক্তিসংগ্রামে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম সরকার।
মন্তব্য করুন