জুড়ীতে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বিশেয প্রতিনিধি॥ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাসুক আহমেদ বিরুদ্ধে খলিলুর রহমান নামে এক ব্যবসায়ীকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় জুড়ী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী খলিলুর রহমান নিজেকে আওয়ামীলীগ কর্মী দাবী করে সংবাদ সম্মেলনে নির্যাতনের অভিযোগ তুলে বলেন, আমি আজ দুপুরে জুড়ী থানায় একটি সালিশ বৈঠকে উপস্থিত হই। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনের কক্ষে প্রবেশ করে ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক আহমদ জড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাসুক মিয়াকে দেখতে পাই। তখন চেয়ারম্যান প্রার্থী মাসুক আহমদ আমাকে নির্বাচনী এলাকায় যেতে নিষেধ করেন। আমি নিষেধের কারণ জানতে চাইলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ গায়ে হাত তুলেন ও প্রাণনাশের হুমকি দেন। তিনি আরো বলেন, বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ফুলতলায় আমার ব্যবসা বাণিজ্যসহ বাগান বাড়ী রয়েছে। আমি সংশ্লিষ্টদের মাধ্যমে এ অন্যায়ের বিচার দাবী করছি।
খলিলুর রহমান বাদী হয়ে মাসুক আহমেদকে বিবাদী করে রাতে জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জুড়ী থানার ওসি ডদন্ত হুমায়ুন কবির বলেন, দজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে তিনি দুজনকেই শান্ত করেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাসুক আহমদের মুঠোফোন যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করুন