জুড়ীতে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিতের দাবি

April 1, 2023,

আল আমিন আহমদ॥ জুড়ীর সাগরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে নতুন শিক্ষক নিয়োগের জন্য সময় চেয়ে ইউএনও বরাবরে আবেদন করেছেন বিদ্যালয়ের ৩ জন অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ৩ বছর থেকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে।আরও এক মাস পরে বিদ্যালয়ের দুইজন শিক্ষক এ পদে আবেদন করতে পারবেন। সম্প্রতি বিদ্যালয়ের সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত গত ১৯ মার্চ  ম্যানেজিং কমিটির সভায় সদস্যদের মতামতকে উপেক্ষা করে একক ক্ষমতাবলে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

এ বিজ্ঞপ্তি স্থগিত করে ১ মাস পরে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বাছিত, আব্দুল মুত্তাকিম, ও শিক্ষক প্রতিনিধি আশরাফ আহমদ শিপন সাক্ষরিত চিঠিতে আবেদন করেন।এ ছাড়া ও প্রায় ৫ বছর থেকে বিদ্যালয়ের অডিট না হওয়ার কারনে এ বিষয়ে ইউএনওর হস্তক্ষেপ কামনা করেন তারা।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন শিক্ষক প্রতিনিধি জানান,ম্যানেজিং কমিটির সভায় কয়েকজন সদস্য মানবিক দিক বিবেচনা করে রমজান ও ঈদের বন্ধের পর বিজ্ঞপ্তি প্রকাশের অনুরোধ করলে সভাপতি তাতে গুরুত্ব না দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

এছাড়াও ম্যানেজিং কমিটির সভায় উপস্থিতির সাক্ষর বলে কোন ধরনের রেজুলেশন লিখিত ছাড়া  (রেজুলেশনের সাদা খাতায়) বেশির ভাগ সদস্যের সাক্ষর নেওয়া হয়।পরবর্তীতে তাদের ও মতামত রয়েছে বলে ছড়িয়ে দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব রাশেদা বেগম বলেন,২০২০ সালে এ পদ শূন্য হলে করোনার সময় এডহক কমিটি থাকায় শিক্ষক নিয়োগ সম্ভব হয়নি।ম্যানেজিং কমিটি দায়িত্ব নেওয়ার পর বেশির ভাগ সদস্যের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১ মাস পরে  বিদ্যালয়ের যে শিক্ষকের এই পদে আবেদনের যোগ্যতা হবে তিনি যেকোন জায়গায় চাইলে ও আবেদন করতে পারবেন।বিদ্যালয়ের সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াতের সাথে মুঠোফোনে যোগাযোগ সম্ভব হয়নি। এর আগে ও  বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে  টাকা লেনদেনের  অভিযোগ তোলা হয়েছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com