জুড়ীতে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া শুরু

December 23, 2021,

এইচ ডি রুবেল॥ জুড়ীতে মাধ্যমিক (স্কুল, মাদ্রাসা) পর্যায়ের ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন (ফাইজার) প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় ৫০ শয্যা জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (জুনিয়র পর্যায়) এর প্রায় বারো শত শিক্ষার্থীকে ভ্যাকসিন প্রদান করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আলাউদ্দিন, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, শিতাতপ নিয়ন্ত্রিত কক্ষেই ফাইজার ভ্যাকসিন দিতে হয়, তাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা নির্ধারিত তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভ্যাকিসিন নিতে হবে। পর্যায়ক্রমে উপজেলার ১৬ হাজারের অধিক শিক্ষার্থীকে ভ্যাকসিন দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com