জুড়ীতে শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে কলেজ ছাত্রের উপর ছাত্রলীগের হামলা
হারিস মোহাম্মদ॥ জুড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে সাধারণ এক শিক্ষার্থীর উপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করেছে।
হামলায় আফতাব উদ্দিন আমিনা খাতুন কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নজমুল ইসলাম (১৭) আহত হয়েছে। হামলায় আহত শিক্ষার্থীর নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকলে সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নজমুল ইসলাম রাফি উপজেলার বড়ধামাই গ্রামের নজরুল ইসলামের ছেলে। জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীর উপর ছাত্রলীগের হামলায় উপজেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীর অভিভাবকেরা উদ্বেগ প্রকাশ করেছেন।
জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশ নিতে মাধ্যমিক, মাদ্রাসা ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপজেলায় সকাল ১০ টায় উপস্থিত হন।
সেখানে চেয়ারে বসাকে কেন্দ্র করে আফতাব উদ্দিন আমিনা খাতুন কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নজমুল ইসলামের উপর ছাত্রলীগ নেতা মোশারফ হোসেনের নেতৃত্বে মোমিন আহমদ, আতিকুর রহমান, উজ্জ্বল মিয়াসহ বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী অতর্কিত হামলা চালায়।
পরে আহত কলেজ শিক্ষার্থীকে নজমুল ইসলাম রাফিকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চিকিৎসা দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফারহানা রহমান আহত কলেজ শিক্ষার্থী নজমুল ইসলাম রাফিকে চিকিৎসা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন এ কয়েকদিনে বেশ কিছু মারামারির ঘটনা ঘটিয়েছে। যেকোন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বলয়ের নেতাকর্মীদের নিয়ে হামলায় লিপ্ত হয়।
মুঠোফোনে হামলার বিষয়ে জড়িত নয় বলে জানান মোশারফ হোসেন। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রলীগের সাবেক এক নেতা জানান, প্রকৃত ছাত্রলীগ কখনো কোন সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করতে পারেনা। মোশারফ ছাত্রলীগের কেউ নন।
আফতাব উদ্দিন আমিনা খাতুন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফারহানা সামছি চৌধূরী মুঠোফোনে জানান, জাতীয় শিক্ষা সপ্তাহে আমাদের কলেজের এক সাধারণ শিক্ষার্থীর উপর হামলার বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে শিক্ষার্থীর অভিভাবককে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে থানার ওসি তদন্ত হুমায়ূন কবির বলেন, শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীর উপর হামলার বিষয়টি আমরা জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আলাপকালে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠান চলাকালীন সময়ে উপজেলায় এক শিক্ষার্থীর উপর হামলার বিষয়ে আহত শিক্ষার্থীর অভিভাবককে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান
গরীব মেধাবীদের মধ্যে ‘অন্বেষা’ শিক্ষা বৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ
মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় দারুল হাদিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
মৌলভীবাজারে শিক্ষক দিবস পালিত
মন্তব্য করুন