জুড়ীতে শেখ রাসেল এর জন্মদিন পালিত

October 18, 2021,

আল আমিন আহমদ॥ “শেখ রাসেল, দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ শ্লোগান নিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসন কর্তৃক ১৮ অক্টোবর সোমবার শেখ রাসেল দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
সকালে উপজেলা পরিষদের সম্মুখে অস্হায়ীভাবে স্হাপিত শেখ রাসেল এর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে উপজেলা সভাকক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র ছাত্রীদের মধ্যে শেখ রাসেল এর জীবনের উপর বিভিন্ন ইভেন্টে ছাত্র ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন এর উপস্হাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুঃ জসিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র মন্টু,জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাশ, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, দঃ জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম ভূইয়া প্রমূখ।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও সোনিয়া সুলতানা শেখ রাসেল এর সংক্ষিপ্ত জীবনীর আলোচনা করে বলেন, আজ ছাত্র ছাত্রীদের মধ্যে যে প্রতিযোগিতামুলক জানার আগ্রহ দেখলাম,তাতে ভবিষ্যতে এ দেশের শিশুরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সোনার বাংলা গড়ে তুলতে অগ্রণি ভূমিকা পালন করবে।এ ছাড়া গত ১১ ই অক্টোবর সোমবার জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম এর মাতার মৃত্যুতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক প্রকাশ করে মরহুমার মাগফিরাত কামনা করেন। সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও কৃষি কর্মকর্তার কার্যালয়ে পক্ষ থেকে তালগাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com