জুড়ীতে স্কুল পর্যায়ে ভলিবল প্রশিক্ষণ ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

December 30, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিস আয়োজিত মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর বুধবার জেলার জুড়ী উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণে অনুর্ধ্ব-১৬ বছর বয়সের ৩০ জন বালক প্রশিক্ষণ গ্রহণ করছে। মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণ প্রদান করছেন জুড়ী উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান।
বালক বালিকাদের মধ্যে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় চারটি গ্রুপে বালক বালিকারা খেলায় অংশগ্রহণ করে। ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় টি এন খানম একাডেমীর ছাত্র ইনতিসার জামান চৌধুরী ও রানার-আপ হয় জালালাবাদ ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুর এন্ড কলেজের ছাত্র প্রাঞ্জল দাশ, ‘খ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল মীম ও রানার-আপ হয় নিরোধ বিহারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র অর্নব দে, ‘গ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় মুক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পপি আক্তার ও রানার-আপ হয় নিরোধ বিহারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আক্তার লাবনী, ‘ঘ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় মুক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফেরদৌস রোকেয়া, রানার-আপ হয় ইফফাত আরা সোনিয়া।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম এর সভাপতিত্বে এবং জুড়ী উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম- সাধারন সম্পাদক মোঃ মুজিবুর রহমান এর পরিচালনায় মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস,মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক আলী,জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ। জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী ও স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ, স্কুল ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং অভিবাবক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com