জুড়ীতে স্বাধীনতা দিবস উদযাপন
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করে।
প্রত্যুষে একত্রিশবার তোপধধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতাযুদ্ধে বীর শহিদদের স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল ৮ ঘটিকায় তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন এবং উপজেলা পরিষদ ও উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। দুপুর সাড়ে ১২টায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ বিষয়ে আলোচনা সভা, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। অন্যান্যের মধ্যে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন, জুড়ী স্থানীয় কার্যালয়ে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ইসলামিক ফাউন্ডেশন, জুড়ী উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকার মাওলানা তাজ উদ্দিন-এর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল। বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন, জুড়ীর সাধারণ কেয়ারটেকার হুছাম উদ্দিন, মো. আব্দুল হাশিম, ইফা শিক্ষকদের পক্ষে আব্দুল কাদির রুবেল।
এছাড়া জুড়ীতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একাংশ সকালে শহরে মিছিল বের করে। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি আলোচনা সভার আয়োজন করে।
মন্তব্য করুন