জুড়ীতে ‘স্বাধীনতা ফুটবল প্রতিযোগিতা’র ফাইনাল সম্পন্ন
জুড়ী প্রতিনিধি॥আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, জুড়ীতে প্রাকৃতিক সম্পদ আছে, জুড়ীর বড়নেতা আছে, মানুষের মেধা আছে কিন্তু ফুটবলে হায়ারি খেলোয়াড় কেনো? নিজেদের খেলোয়াড় কোথায়? হায়ারি খেলোয়াড় বাদ দিয়ে নিজেদের মধ্যে খেলোয়াড় গড়ে তুলতে হবে। ভাড়া করা খেলোয়াড় দিয়ে খেলালে বড় জোর টুর্নামেন্ট জেতা যায় তবে, নিজেদের প্রতিভার বিকাশ ঘটে না।
তিনি ২৬ মার্চ শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ফুটবল মাঠে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাগরণ সমাজকল্যাণ সংস্থা, গোয়ালবাড়ি কর্তৃক আয়োজিত স্বাধীনতা ফুটবল প্রতিযোগিতা-২০২২ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক-এর সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি হুমায়ূন রশীদ রাজীর পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
অনুষ্টানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলী, দক্ষিণ ভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন, গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন। খেলায় ১ম পুরস্কার একটি মোটরসাইকেল ও ২য় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ দেয়া হয়।
খেলায় মুসলিম সোসাইটি বৃহত্তর কচুরগুল, জুড়ীকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে মানবকল্যাণ সোসাইটি, জুড়ী। গত ১২ ফেব্রুয়ারি ২৪টি টিমের অংশগ্রহণে উক্ত টুর্নামেন্ট শুরু হয়।
মন্তব্য করুন