জুড়ীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কাজে অনিয়মের অভিযোগ

February 1, 2022,

স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কার কাজে নানা অনিয়মের অভিযোগ উঠায় পরিবার কল্যাণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেন।
১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সরেজমিন পরিদর্শন করে কাজের মান ‘সন্তোষজনক’ নয় বলে মন্তব্য করেন।
উপজেলা পরিবার কল্যাণ বিভাগের কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, মাসখানেক আগে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, জায়ফরনগর-এর সংস্কারকাজ শুরু করেন।
জানা যায়, এ সময় কনফারেন্স কক্ষের মেঝেতে দায়সারাভাবে টাইলস স্থাপন করা হচ্ছিল। কাজ দেখতে গিয়ে বিষয়টি ইউপি চেয়ারম্যানের নজরে পড়লে তিনি সংশ্লিষ্ট মিস্ত্রিকে তা ভেঙে সঠিকভাবে স্থাপন করতে বলেন। পরে নতুনভাবে টাইলস স্থাপন করা হয়। কেন্দ্রের সাতটি কক্ষের মধ্যে মাত্র চারটিতে টাইলস স্থাপন হচ্ছে। কেন্দ্রের ভেতরে একটি শৌচাগার ছিল। এটির বাইরের দেয়ালে বড় ফাটল দেখা দেওয়ায় সেটি সংস্কার না করে প্রবেশমুখে ইটের দেয়াল দিয়ে বন্ধ করে দেয়া হয়। কাঠের তৈরি পুরোনো দরজা-জানালা অধিকাংশই ঘুণপেকায় ধরে নষ্ট হয়ে গেছে। এর মধ্যে মাত্র তিনটি দরজা ও চারটি জানালা মেরামত করা হচ্ছে।
এ পরিস্থিতিতে বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবার কল্যাণ বিভাগের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করে কাজের শিডিউল দেখতে চান। কিন্তু তিনি তা দেখাতে রাজি হননি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার ১ ফেব্রুয়ারি দুপুর একটায় পরিবার কল্যাণ বিভাগ, মৌলভীবাজারের সহকারী পরিচালক ডা. এস এম আহমেদ ফারুক জায়ফরনগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কাজ পরিদর্শন করেন।
এ সময় উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা আবদুল মতিন, মেডিকেল অফিসার ডা. সুবিমল চন্দ, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার স্বপন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সহকারী পরিচালক ডা. এস এম আহমেদ ফারুক গণমাধ্যমকর্মীদের বলেন, ‘কাজের মান সন্তোষজনক নয়। কাজের সাইটে শিডিউল থাকার কথা থাকলে ও এখনো আমরা কোনো শিডিউল পাইনি। স্থানীয় ইউপি চেয়ারম্যানের নজরদারির কারণে কয়েকটি ক্ষেত্রে কাজের অনিয়ম ঠেকানো গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে জায়ফরনগরসহ পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কার কাজ মাসখানেক আগে শুরু হয়। আগামী জুন মাসের মধ্যে ওই কাজ সম্পন্নের কথা। ‘মেসার্স আশা এন্টারপ্রাইজ’ নামে সিলেটের বিয়ানীবাজারের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পেয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজার-এর সহকারী প্রকৌশলী মনিরুল হক বলেন, জায়ফরনগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কী কী কাজ হবে তা আগেই সরেজমিনে পরিদর্শন করে নির্ধারণ করা হয়। উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা এ বিষয়ে অবহিত।
তিনি বলেন, শৌচাগারের ফাটল সংস্কার করে লাভ হতো না তাই, দেয়াল দিয়ে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। কাজে কোনো অনিয়ম হয়নি বলেও দাবি করেন। কাজের শিডিউল সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com