জুড়ীতে ১৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
হারিস মোহাম্মদ॥ জুড়ীতে অভিযান পরিচালনা করে ১৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।
শনিবার ২৭ মে উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান হাকালুকি হাওরে অভিযান পরিচালনা করে এ অবৈধ জাল জব্দ করেন।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে উপজেলার হাকালুকি হাওরে উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা শেষে ৭০ হাজার টাকা মূল্যের ১৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এছাড়াও অভিযানে ১০ টি চায়না ম্যাজিক জাল জব্দ করে বিনষ্ট করা হয়। অভিযানে জুড়ী থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন।
উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, আজকের অভিযানে ৭০ হাজার টাকা মূল্যের ১৮ হাজার মিটার কারেন্ট জাল এবং ১০ টি চায়না ম্যাজিক জাল উদ্ধার করা হয়েছে। পরে জনসম্মুখে এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। হাকালুকি হাওরের মৎস্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন