জুড়ীতে ৩‘শ পিছ ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার জাঙ্গীরাই গ্রাম থেকে ইয়াবা বিক্রিকালে ২ জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন, জাঙ্গীরাই গ্রামের মৃত শিশু মিয়ার পুত্র মোঃ কামাল মিয়া (৪৭), চম্পকলতা গ্রামের আব্দুল হালিমের পুত্র আব্দুল বাতেন (৩৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় দীর্ঘদিন থেকে কামাল জাঙ্গীরাই গ্রামে তার নিজস্ব দোকানে বিভিন্ন পণ্য সামগ্রীর আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিলো। পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করে আসছিলো। অবশেষে সোমবার রাত ১১টায় জুড়ী থানার এএসআই মনিরুল ইসলাম এসআই অনিক ও এসআই সোহানের নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের দুজন’কে ৩০০ পিছ ইয়াবাসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকাল মঙ্গলবার ২২ মার্চ আটকদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করে। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, দীর্ঘদিন থেকে কামালের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ আসছিল। কিন্তু আমরা হাতেনাতে ইয়াবাসহ আটক করতে পারছিলাম না। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় পুলিশ হানা দিয়ে দুজন’কে গ্রেফতার করে। মঙ্গলবার মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে ইয়াবা সিন্ডিকেটের সকলকে আটক করা হবে।
মন্তব্য করুন