জুড়ীতে ৯টি ভারতীয় মহিষ বিজিবি আটক করেছে

April 29, 2023,

হারিস মোহাম্মদ॥ জুড়ীতে বিজিবি কর্তৃক আটক ৯ টি ভারতীয় মহিষ শনিবার ২৯ এপ্রিল দুপুরে জুড়ী শুল্ক ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে ৬ লাখ ৮৫ হাজার টাকায় নিলামে বিক্রয় করা হয়েছে।

জানা যায় শুক্রবার ২৮ এপ্রিল ভোররাতে জুড়ী উপজেলার সেলুয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মহিষ পাচার হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি (৫২ ব্যাটালিয়নের) অধিনায়ক লেঃ কর্ণেল মহিব্বুল ইসলাম খান (পিএসসি) এর নেতৃত্বে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল এবং সেলুয়া বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮০৪/এম এবং ১৮০৫/এম মধ্যবর্তী সেলুয়া কচুয়া চা বাগান নামক স্থানে গোপনে অবস্থান নেয়।

রাত সাড়ে ৩ টার সময়  কয়েকজন চোরাকারবারী ভারতীয়  মহিষ নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় টহলদলের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা  পালিয়ে যায়। এ সময় টহলদল এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯ টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়। শনিবার আটক ৯ টি মহিষ নিলামে বিক্রয় করা হয়।

মুঠোফোনে যোগাযোগ করা হলে বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মহিব্বুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে যেকোন চোরাচালান বন্ধে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com