জুড়ীর ফুলতলা ইউপি নির্বাচনে স্বামী-স্ত্রী ও ভাতিজাসহ নৌকা প্রত্যাশী ১১ প্রার্থী
হারিস মোহম্মদ॥ আসন্ন ২৯ ডিসেম্বর জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে একই পরিবারের স্বামী, স্ত্রী ও ভাতিজাসহ ১১ প্রার্থী বুধবার নৌকা চেয়ে উপজেলা আওয়ামী লীগের দলী কার্যালয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
জানা গেছে, নৌকা প্রত্যাশী প্রার্থীরা বুধবার ১৬ নভেম্বর বিকাল ৫টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জীবনবৃত্তান্ত জমা প্রদান করেন। তারা হলেন, ফুলতলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, তাঁর সহধর্মীনি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শিরিন আক্তার, আপন ভাতিজা পিয়াল হাসান, জায়েদ আহমদ, ডাঃ মো. শওকত আলী, আব্দুল বাছিদ ছায়াদ, আব্দুল আলিম সেলু, সানী পান্ডে, তাজুল ইসলাম, গিয়াস উদ্দিন ও আব্দুল লতিফ বাবু।
জুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মাসুক মিয়া ফুলতলা ইউপি নির্বাচনে নৌকা প্রত্যাশী ১১ প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন