জুড়ীর ফুলতলা শাহ নিমাত্রা (রহঃ) ওরুস মোবারক শুরু
জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা বাজারে অবস্থিত হযরত শাহ নিমাত্রা (রহঃ) এর ৪৫তম বার্ষিক ওরুস মোবারক ১১ এপ্রিল সোমবার থেকে শুরু হয়েছে।
সোমবার সকালে পতাকা উত্তোলন ও গিলাপ ছড়ানোর মধ্যদিয়ে ৩দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক ওরুস মোবারক শুরু হয়। সোমবার দিবারাত্রি খতমে শফিনা, দোয়া ও জিকির আযকার অনুষ্ঠিত হবে। ২য় ও ৩য় দিনে খতমে কোরআন, দোয়া ও দিবারাত্রি জিকির আযকার অনুষ্ঠিত হবে। পাশাপাশী শাহ নিমাত্রা (রহঃ) এর ভক্ত বিন্দ মাজার সংলগ্ন এলাকায় কয়েক শতাধিক কাফেলা তৈরী করে দিবারাত্রি জিকির আযকার শুরু করবে। এদিকে ওরুস মোবারকে অংশগ্রহন করতে পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও আসতে শুরু করেছে মানুষ। এই ওরুস মোবারককে কেন্দ্র করে মাজার সংলগ্ন মাঠে শুরু হয়েছে বিভিন্ন পন্যের মেলা। রয়েছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থাও। ১১, ১২ ও ১৩ এপ্রিল সোম, মঙ্গল ও বুধবার এই ওরুস মোবারকে জাতি ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহন করবে।
উক্ত ওরুস মোবারক সফল করতে সকলের সহযোগিতা চেয়েছেন মাজার কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ।
মন্তব্য করুন