জুড়ীর মুন্না বাঁচতে চায়

February 12, 2023,

হারিস মোহাম্মদ॥ আহসান করিম মুন্না (২৮)। সে জুড়ী উপজেলার মনতৈল গ্রামের নাজমুল ইসলাম বাকী ও নাজমা আক্তার আলেয়া দম্পতির ছোট ছেলে। জন্মলগ্ন থেকেই হার্টের নানা সমস্যায় ভুগছেন এই যুবক। কিন্তু পরিবার আর্থিক স্বচ্ছল না হওয়ায় তার চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

সে বাঁচতে চায়। অসুস্থ মুন্নাকে নিয়ে রাজধানীসহ দেশ সেরা চিকিৎসকদের শরণাপন্ন হয়েছে তাঁর পরিবার। চিকিৎসক ওপেন হার্ট সার্জারি করার পরামর্শ দিলেও মুন্নার বয়স বেশি হওয়ায় সার্জারী ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। দেশের চিকিৎসকরা উন্নতর চিকিৎসার জন্য মুন্নাকে ভারতের দেবী শেঠির শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন। তবে চিকিৎসা ব্যয় প্রায় সাত লক্ষ টাকার অধিক হওয়ায় ব্রেন স্টোক করা অচল বাবা আর দারিদ্র্য পরিবারের পক্ষে তা বহন করা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

মুন্না’র মা নাজমা আক্তার আলেয়া জানান, বতর্মানে মুন্না’র শারিরীক অবস্থা অনেক খারাপ। অনেক সময় সর্ম্পূন শরীর নীল হয়ে যায়। প্রতি তিনমাস অন্তর রক্তের প্রয়োজন পড়ে। এছাড়াও প্রতিমাসে প্রায় ৫ হাজার টাকার অধিক ঔষধ সরবরাহ করতে হয়।

যা আমাদের পক্ষে বহন করাটা অনেক কষ্টসাধ্য। মুন্না’র জীবন বাঁচাতে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান মুন্না’র মা নাজমা আক্তার আলেয়া। সাহায্য পাঠানোর ঠিকানা : আহসান করিম মুন্না- ০১৭৭৮-২৮৭১১৯।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com