জুড়ীর সাগরনাল চা-বাগানের আমজুর মৌজায় ১৪৪ ধারা জারি
জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল চা-বাগানের আমজুর মৌজায় ১৪৪ ধারা জারি করেছে মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। জানা যায়, ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে সাগরনাল চা-বাগানের আমজুর মৌজায় ৬২, ৬৩, ৬৪, ৬৬, ৬৭, ৬৮ ও ৬৯ নং দাগে স্থানীয় ব্যক্তি মালিকানাধীন প্রায় ১৭ একর জমি জোর পূর্বক দখলের চেষ্টা করে সাগরনাল চা-বাগানের ব্যবস্থাপক সুজিৎ কুমার সাহা সহ ৪০/৫০ জন লোক। এ বিষয়ে গত ১০ এপ্রিল স্থানীয় মঈন উদ্দিন বাদী হয়ে মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা নং- ১২৯/১৬ দায়ের করলে আদালত সাগরনাল চা-বাগানের আমজুর মৌজায় ১৪৪ ধারা জারি করে এবং বর্ণিত ভূমির শান্তিপূর্ণ দখল বজায় রাখার স্বার্থে নালিশি ভূমিতে প্রবেশ বারণ করে বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন আদেশ প্রদান করা হবে না সেই মর্মে আগামী ২০ এপ্রিল সকাল ১০ টায় আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য বলেছে আদালত।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম বলেন, সাগরনাল চা-বাগানের আমজুর মৌজায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঐ জায়গায় শান্তি বজায় রাখার জন্য জুড়ী থানা পুলিশ কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন