জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র ঈদ সামগ্রী বিতরণ
আল আমিন আহমদ॥ জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে পক্ষ থেকে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে জুড়ী উপজেলায় সুবিধাবঞ্চিত ২৪০ জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ১৯ এপ্রিল বিকাল ৩ টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজা সভাপতিত্বে ও জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি)রতন কুমার অধিকারী।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ মিয়া, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান আজকর, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, সদস্য আল আমিন আহমদ, ইউপি সদস্য জাকির হোসেন মনির, সংবাদকর্মী হারিস মোহাম্মদ, সাইফুল ইসলাম সুমন, মনিরুল ইসলাম, সমাজসেবক সিরাজুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম, হাফিজ শামসুল ইসলাম, আব্দুল আহাদ, হাবিবুর রহমান প্রমুখ।
সুবিধাবঞ্চিত ২৪০ জনের খাদ্য সামগ্রীতে রয়েছে প্রতি প্যাকেটে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি ময়দা, এক কেজি তেল, এক কেজি পেয়াজ, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই বিতরণ করা হয়।
মুঠোফোনে মাধ্যমে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি রিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেল এবং কোষাধক্ষ্য এম এ সবুর বলেন, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত জুড়ী উপজেলার হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এ ধারাবাহিকতা বজায় থাকবে এবং জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনে সাথে সবসময় পাশে এবং পরিশ্রম দিয়ে সহযোগীতা করেছেন বিশেষ করে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সবাইকে ধন্যবাদ এবং আপনাদের জন্যই আমাদের পক্ষে এ কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। আগামীতেও আপনাদের সহযোগিতা কামনা করি।
মন্তব্য করুন