জুড়ী ফুলতলা ইউপি নির্বাচন : ১০ প্রার্থীকে ডিঙিয়ে অবশেষে নৌকার কান্ডারি হলেন মাসুক
আব্দুর রব॥ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালাকপ্রাপ্ত স্ত্রীসহ দলীয় ১০ প্রতিদ্বন্দ্বীকে ডিঙিয়ে অবশেষে নৌকার কান্ডারি হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাসুক আহমদ।
রোববার ২৭ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৯ ডিসেম্বর জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে ঘিরে জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ ও তার তালাকপ্রাপ্ত স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শিরিন আক্তারসহ মোট ১১ জন দলিয় প্রতিদ্বন্দ্বী নৌকার মনোনয়ন পেতে ১৬ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জীবনবৃত্তান্ত জমা দেন।
উপজেলা ও জেলা আওয়ামী লীগ তা যাচাই-বাছাই করে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়ে দেয়। রোববার বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তালিকা প্রকাশ করা হয়। এতে মাসুক আহমদ মাসুককে ফুলতলা ইউপিতে নৌকা প্রতীক বরাদ্ধের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
ফুলতলা ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ মাসুক জানান, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীক দিয়েছেন। বিপুল ভোটের ব্যবধানে এবারও নৌকার বিজয় হবে।
মন্তব্য করুন