জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ ও ৯০ ব্যাচের পুনর্মিলনী
হারিস মোহাম্মদ॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ১৯৮৯ ও ১৯৯০ ব্যাচের ১ম পুনর্মিলনী বৃহস্পতিবার রাতে বিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে।
১৯৮৯ ব্যাচের পরীক্ষার্থী ও বিদ্যালয়ের ক্যাপ্টেন, যুক্তরাজ্যস্থ জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর সাবেক সভাপতি মো: ইউনুছ মিয়া’র স্বদেশ আগমন উপলক্ষে আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাস ও বিশিষ্ট ব্যবসায়ী আসুক হায়দার। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠণিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, উপজেলা বি.এন.পি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান আসকর, যুক্তরাজ্য প্রবাসী মো: ইউনুছ মিয়া, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জি. এম বদরুল ইসলাম, দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনয় রঞ্জন দাস, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক রুদ্র পাল, পর্তুগাল প্রবাসী আব্দুল কাইয়ূম, ইউসুফ আলী, সাইফুর রহমান জমির, জুড়ী প্রেসক্লাব সহ-সভাপতি হারিস মোহাম্মদ, পীযুশ দাশ, মো: শাহজাহান, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, ডাঃ আব্দুল বাছিত, অমল দাস, হামিদা ইসলাম রোজী, অহিদ আহমদ, মনিরুল ইসলাম, সেলিম আহমেদ, সুভেন্দ্র দাস, শামিম আহমদ, আব্দুল আজিজ, আব্দুল কাইয়ূম বকুল, জামাল হোসেন, ইছমাইল আলী, হারুন আহমদ, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান শফিকুল ইসলাম, খন্দকার আবুল বশর মনু, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, সুমিতা রাণী দাস (জুমা), ফাতেমা বেগম, সুরঞ্জিত দাস (শংকু) ও জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম।
সভায় জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রষ্ঠিালগ্ন থেকে প্রতিষ্ঠাতা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রয়াতদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় এবং ত্রিশ বছরাধিককাল পরে মিলিত হতে পেরে উল্লাস প্রকাশ করেন। সেই সাথে ২০৩০ সালে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে ব্যাপক আকারে অনুষ্টান করার সিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্টানের পক্ষ যুক্তরাজ্য প্রবাসী মো: ইউনুছ মিয়া ও পর্তুগাল প্রবাসী আব্দুল কাইয়ূমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্তব্য করুন