জেলখানায় নিহত বড়লেখার বিএনপি নেতার বাড়িতে তারেক রহমানের ঈদ উপহার

March 23, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলখানায় নিহত বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার ২৩ মার্চ বিকেলে তাঁর তত্ত্বাবধানে আমরা বিএনপি পরিবার নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের বাড়িতে অর্থ সহায়তা, ফলমুল ঈদের উপহার ও ঈদকার্ড নিয়ে যান মৌলভীবাজার জেলা বিএনপির একটি প্রতিনিধি দল। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির নেতৃবৃন্দ নিহত বিএনপি নেতার আলাউদ্দিনের ছেলে শামীম আহমদ ও অন্যান্য সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো সহায়তার অর্থ ও উপহার সামগ্রী তোলে দেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১০ জানুয়ারি প্রতিপক্ষেল লোকজন আদালত প্রাঙ্গণে আলাউদ্দিন ও তার ভাইকে মারধর করে। এঘটনায় হামলাকারীদের সাথে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫৪ ধারায় বিএনপি নেতা আলাউদ্দিনকে মৌলভীবাজার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর দুই দিন পর হার্টএটাকে জেল খানায় মারা যান বিএনপি নেতা আলাউদ্দিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com