জেলার শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের বিদেশ সফর
আব্দুর রব॥ বড়লেখার ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন এল.জি.এস প্রজেক্ট-৩ বাস্তবায়নের ক্ষেত্রে সফলতা অর্জন করায় মৌলভীবাজার জেলার শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এজন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ অভিজ্ঞতা অর্জনের জন্য ২৬ দসস্যের প্রতিনিধি দলের সাথে সরকারীভাবে তাকেও ১০ দিনের সফরে পিলিপাইন ও মালয়েশিয়া পাঠাচ্ছে। ১ অক্টোবর প্রথম প্রহরে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকা ত্যাগ করবেন।
জানা গেছে, ২৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আব্দুল খালেক। এ প্রতিনিধি দলের ১১ নং সদস্য হিসেবে ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন বিদেশ সফর করছেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ১ অক্টোবর ২৬ সদস্যের এ প্রতিনিধি দল মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে পিলিপাইন ও মালয়েশিয়া যাচ্ছেন। সেখানকার স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে অভিজ্ঞতা সঞ্চয় করবেন।
মন্তব্য করুন