জেলার শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের বিদেশ সফর

September 30, 2017,

আব্দুর রব॥ বড়লেখার ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন এল.জি.এস প্রজেক্ট-৩ বাস্তবায়নের ক্ষেত্রে সফলতা অর্জন করায় মৌলভীবাজার জেলার শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এজন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ অভিজ্ঞতা অর্জনের জন্য ২৬ দসস্যের প্রতিনিধি দলের সাথে সরকারীভাবে তাকেও ১০ দিনের সফরে পিলিপাইন ও মালয়েশিয়া পাঠাচ্ছে। ১ অক্টোবর প্রথম প্রহরে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকা ত্যাগ করবেন।
জানা গেছে, ২৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আব্দুল খালেক। এ প্রতিনিধি দলের ১১ নং সদস্য হিসেবে ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন বিদেশ সফর করছেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ১ অক্টোবর ২৬ সদস্যের এ প্রতিনিধি দল মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে পিলিপাইন ও মালয়েশিয়া যাচ্ছেন। সেখানকার স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে অভিজ্ঞতা সঞ্চয় করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com