জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা
স্টাফ রিপোর্টার॥ হুইপ শাহাব উদ্দিন বলেছেন, চলমান ইউপি নির্বাচন অত্যন্ত শান্তিপুর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সরকার ও আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে আইনশৃংখলা পরিস্থিতি খুবই স্বাভাবিক ছিলো। এতে করে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে মানুষের আস্থা বেড়েছে। আগামী ২৮ মে ও ৪ জানু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা ব্যক্ত করেন হুইপ।
হুইপ ১০ মে মঙ্গলবার মৌলভীবাজারে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইনশৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা মহসিন।
সভায় পুলিশ সুপার শাহজালাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী সহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক এবং সরকারি, বে-সরকারি বিভিন্ন দফতরের দফতর প্রধানরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন