জেলা চেয়ারম্যান আজিজুর রহমানকে মৌলভীবাজার জেলা প্রবাসী সমিতি ইউকের অভিনন্দন
লন্ডন থেকে নাজমুল সুমন॥ মৌলভীবাজার জেলা প্রবাসী সমিতি, ইউকের সভাপতি ও জি এস সির ইউকের সাবেক চেয়ারপার্সন এবং ইউকে বি সি এর সাবেক সেক্রেটারি জেনারেল কমিউনিটি লিডার এস এম আলাউদ্দিন আহমেদ এক বিবৃতিতে ২৮ ডিসেম্বর বধুবার মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনের ফলাফলে ৭১ এর বীর মুক্তিযুদ্ধা সাবেক এমপি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক, বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী প্রবীণ রাজনীতিবিদ জননেতা মোঃ আজিজুর রহমান (চশমা) ৩৪২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন ১৯৭১ এর সিলেট মহকুমার সেক্টর এর দায়িত্বে থাকা বীর মুক্তিযুদ্বা যার হাতে এখনও মৌলভীবাজার স্বাধীন দিবসে এ জাতীয় পতাকা উদ্বেলিত হয়, মাত্র ২৭ বছর বয়সে এম পি নির্বাচিত হন,গণপরিষদ সদস্, সংবিধান এ সাক্ষরকারী মুষ্টিমেয় কয়জনের একজন, সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক, ৩ বারের সাংসদ ও সাবেক বিরোধী দলীয় হুইপ ছিলেন। লোভ লালসা যাকে দমাতে পারেনি,মা মাটি ও মানুষ এর নেতা,যিনি দেশ স্বাধীন এর সময় বর্বরচিতভাবে নির্যাতিত হয়েছেন, যিনি জেলার প্রশাসক এর দায়িত্বে থাকাকালিন সময়ে ৩৫ কোটি টাকার উন্নয়ন করে প্রতিটি উপজেলাকে আরও সমৃদ্ব করেছেন। বাংলাদেশের গর্ব, শ্রেষ্ঠ সন্তান, মৌলভীবাজার জেলার অভিভাবক আজিজুর রহমান কে নির্বাচিত করায় সকল ভোটারবৃন্দকে ও আন্তরিক অভিনন্দন জানান।
মন্তব্য করুন