জেলা পরিষদ নির্বাচনে কালো টাকা ও পেশী শক্তিকে বরদাস্ত করা হবে না— নির্বাচন কমিশনার(ভিডিও সহ)
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা সার্ভার স্টেশন পরিদর্শনকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ জাবেদ আলী বলেছেন, ‘আসন্ন জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কালো টাকা ও পেশী শক্তি বরদাস্ত করা হবে না। কালো টাকা গ্রহন ও প্রদানে সম্পৃক্তদের প্রতি নির্বাচন কমিশন কঠোর নজরদারী রাখবে।
সোমবার ২১ নভেম্বর দূপুরে মৌলভীবাজার জেলা সার্ভার স্টেশন পরিদর্শন করেন নির্বাচন কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এজহারুল হক, মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দ সহ উপজেলা নির্বাচন কর্মকর্তাবৃন্দ। এ সময় নির্বাচন কমিশনার বলেন জেলা পরিষদ নির্বাচন সাধারণ নির্বাচনের মতো নয়। সাধারণ নির্বাচনে জনগণ ভোট দেয়। কিন্তু এখানে যারা ভোট দিবেন প্রত্যেকেই জনপ্রতিনিধি। তাই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সতর্কতার সহিত কাজ করার পরামর্শ দেন সংশ্লিষ্ঠ কর্মকতাদের।
মন্তব্য করুন